
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে সঙ্গে নিয়েই এগোতে চায় বিএনপি। এই লক্ষ্যে দলটি শরিকদের সঙ্গে সমন্বয় ও আলোচনা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, যারা আমাদের সঙ্গে রাজপথে ত্যাগ স্বীকার
করেছে, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক অগ্রগতির বিষয়গুলো নিয়মিত ভাগ করে নিই। আজও সেই
ধারাবাহিকতায় বৈঠক হয়েছে।’
তিনি জানান, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার
মধ্যে যে আলোচনা হয়েছে, সেটিও এই বৈঠকে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘দুই পক্ষই সন্তুষ্ট যে সামনে নির্বাচন আছে। এখন আমাদের প্রস্তুতি কেমন
হবে, ৩১ দফা বাস্তবায়নে করণীয় কী – এসব বিষয়ে আলোচনা হয়েছে।’
নির্বাচনী আসন ভাগাভাগি
প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এখনো তো
আমরা ঐ পর্যায়ে আসি নাই। নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনের কার্যক্রম শুরু হলে
এই প্রক্রিয়া শুরু হবে।’
বৈঠকে বিএনপির পক্ষে আরও
উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত
উল্লাহ বুলু। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে পাঁচ
সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।